• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জৈষ্ঠ ১৪২৯

সারা দেশ

বাগেরহাটে প্রতিপক্ষের হামলায় ক্লিনিক ব্যবসায়ী আহত, টাকা লুটের অভিযোগ

  • প্রকাশিত ৩০ মার্চ ২০২৪

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়ায় পুকুর ইজারা গ্রহন নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় শরীফ তুহিন মাহমুদ নামের এক ক্লিনিক ব্যবসায়ী আহত হয়েছেন। হামলাকারীরা সাড়ে চার লাক্ষ টাকা নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন ওই ব্যবসায়ী।

বৃহস্পতিবার (২৮ র্মাচ) রাত সাড়ে ১০ টার দিকে কচুয়া উপজেলার রাড়িপাড়া গ্রামে ওই ব্যবসায়ীর বাড়িতে এই হামলার ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় ব্যবসায়ী তুহিনকে ওই রাতেই কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হামলার শিকার শরীফ তুহিন মাহমুদ রাড়িপাড়া এলাকার বাসিন্দা এবং সাইনর্বোড ক্লিনিক এ্যান্ড ডায়গনস্টিক সেন্টারের পরিচালক। হামলাকারীদের সাথে উপজেলার গোয়ালমাঠ কৃষি কলেজের পুকুর ইজারা নিয়ে বিরোধ চলে আসছলি বলে জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যবসায়ী শরীফ তুহিন মাহমুদ বলেন, স্থানীয় রাসেল গাজী, আক্তারুজ্জামান অনু, সোহাগ সরদারসহ অন্তত ১২-১৩ জন আমাদের বাড়িতে যায়। আমার বাবার ফোন দিয়ে আমাকে ফোন করলে  ক্লিনিক থেকে আমি বাড়িতে যাই। বাড়িতে গিয়ে টাকার ব্যাগ ঘরে রেখে বাইরে আসলে রাসেল গাজী আমাকে বলে তুই গোয়ালমাঠ কৃষি কলেজের পুকুর ইজারা নিবিনা এবং পুকুরের কাছেও যাবি না বলে হুমকি দেয়। তখন বলছি নিয়ম অনুযায়ী পেলে অবশ্যইে পুকুর ইজারা নেব। এই বলেই রাসলে গাজী পিস্তল দিয়ে আমাকে আঘাত করে। এক র্পযায়ে সবাই মিলে আমাকে মারধর করে। আমি অজ্ঞান হয়ে পড়লে তারা মৃত ভেবে আমাকে ফেলে রেখে চলে যায়। পরে ৯৯৯ এ ফোন দলিে পুলশি আমাকে উদ্ধার করে হাসপাতালে র্ভতি করে।

তুহিন আরও বলেন, ক্নিনিকের ষ্টাফদের বেতন ও বোনাস দেয়ার জন্য সাড়ে চার লাখ টাকা ব্যাগে নিয়ে ঘরে রেখেছিলাম। জ্ঞান ফিরে আর ওই টাকাগুলো পাইনি। যারা হামলা করেছে তাদের মধ্যে হয়ত কেউ ঘররে মধ্যে ঢুকে টাকা গুলো নিযে গেছে। আমি এই ঘটনার ন্যায় বিচার চাই।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মোস্তাফিজুর রহমান স্বাধীন বলনে, আহত রোগীর মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নাক, মুখ থেকে রক্তক্ষরণ হয়েছে। দাঁত নড়ে গেছে তাকে চিকিৎসা দেয়া হয়েছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি) মো. মহসীন হোসনে বলনে, আহত ব্যবসায়ীর পক্ষ থেকে মৌখিকভাবে আমাদের জানিয়েছে। তাকে চিকিৎসা নেয়ার পরার্মশ দেয়া হয়েছে। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads